রক্তে ভেজা মাটি
নার্গিস আক্তার
একাত্তরের মুক্তিযুদ্ধে
বুকের রক্ত ঢেলে
ভিজেছিল এই দেশের মাটি
বীরের রক্ত জ্বেলে
সালাম বরকত রফিক জব্বর
আরো নামহীন কত
যুদ্ধ করে প্রাণ দিল কত
হিসাব কে আর গুনিন?
আমার দেশের সোনার মাটি
রক্তে কেনা দাম
লাল সবুজের বিজয় পতাকা
শহীদদেরই নাম।
প্রাণ দিল শত শত বীর
নাম খাতার পাতায়
পিতা-মাতার অশ্রু ঝরে
চোখের পাতায় পাতায়।
জীবন দিয়ে ভাষা কিনে
বাংলা পেল দেশ
আজও কাঁদে সেইসব জন
শোকের নেই শেষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com