নানার বাড়ি
এম এম মিজান
আয় ছেলেরা আয় মেয়েরা
নানা বাড়ি যাই।
নানির হাতের মজার মজার
পিঠাপুলি খাই।
নানার দেশে শীতের দিনে
পিঠা খাওয়ার ধুম।
সকাল সকাল পিঠার গন্ধে
ভাঙে সবার ঘুম।
হাসের মাংস চালের পিঠা,
খেতে খুবই মজা।
যেই খেয়েছে সেই হয়েছে,
অচীনপুরের রাজা।
বাজার থেকে নানা আনেন,
কত মজার খাবার।
বার্ষিক পরীক্ষা শেষ করে,
করবে তা সাবাড়।
মামা আনেন মুড়ি মুড়কি,
আনন্দ নিয়ে খাবে।
নানা বাড়ির মধুর স্মৃতি,
আর নাহি তা পাবে।
বার্ষিক পরীক্ষা শেষ করে,
চল সব নানার বাড়ি।
মামাতো - খালাতো ভাইবোনেরা,
আয় রে তাড়াতাড়ি।
মামার বাড়ি রসের হাড়ি,
রসের পায়েস স্বাদ।
আয়রে চলে সবাই মিলে,
ভাঙি খুশির বাঁধ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com