ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন। বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব হাবিবুর রহমান রতন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বজলুর রহমান: বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ। জনাব আবু মুসা:জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, এবং জাতীয় মানবাধিকার সংস্থার সভাপতি,শেখ সাদী সুমন: সাংবাদিক, দৈনিক ভোরের কথা।
ফিরুজ মিয়া সাহেব: বিশিষ্ট সমাজসেবক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহাদ আল জিসান।
ঐতিহ্যের কথা বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে বলেন, "শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ৩৫ বছর আগে যখন এখানে কুমার পাড়া ছিল, তখন থেকেই এই বিদ্যালয় বয়স্ক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূর করতে কাজ শুরু করে। গ্রামের অনেক প্রবীণ ব্যক্তি এখান থেকেই অক্ষরজ্ঞান লাভ করেছেন।" বক্তারা আরও উল্লেখ করেন যে, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতন স্যারের নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি আজ এই পর্যায়ে পৌঁছেছে। তারা বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুরস্কার বিতরণ আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিশেষ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com