
আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। প্রকৃতির ক্যালেন্ডারে এটি এক বিশেষ দিন। আজ রাত অন্য সব রাতের চেয়ে একটু বড়, একটু দীর্ঘ। যারা বইপ্রেমী, তাদের জন্য বাড়তি কয়েক পৃষ্ঠা পড়ার সুযোগ। সিনেমাপ্রেমীদের জন্য একটু বেশি সময় ধরে গল্পে ডুবে থাকার অবকাশ। আর ঘুমপ্রিয় মানুষ চাইলে আজ রাতে নিশ্চিন্তে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন।
আজকের এই দীর্ঘ রাতের পর আগামীকাল সোমবার হবে বছরের ক্ষুদ্রতম দিন। সূর্যের আলো থাকবে সবচেয়ে কম সময়। তবে এই ঘটনা শুধু উত্তর গোলার্ধের দেশগুলোতেই ঘটবে। দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো চিত্র—সেখানে এখন দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট রাত।
কেন ২১ ডিসেম্বর দীর্ঘতম রাত? বিজ্ঞানের ভাষায় আজকের এই দিনকে বলা হয় উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। পৃথিবীর অক্ষ ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো পড়ার ধরন বদলে যায়।
ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, আর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে, দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়। শীতের প্রকোপও বাড়তে থাকে। এই দিনটিতে উত্তর গোলার্ধে সূর্য খুব নিচু অবস্থানে থাকে। তাই সূর্যাস্ত দ্রুত ঘটে এবং সূর্যোদয় হয় দেরিতে। ফলাফল—বছরের সবচেয়ে বড় রাত। প্রকৃতির ছন্দে ঋতুর পালাবদল ২১ ডিসেম্বর শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি প্রকৃতির ছন্দেরও অংশ। এই দিন থেকেই ধীরে ধীরে দিন বড় হতে শুরু করে, রাত ছোট হওয়ার পথে হাঁটে। শীতের গভীরতা থাকলেও আলো ফেরার আশ্বাস নিয়ে আসে এই দিনটি। প্রকৃতি যেন নীরবে জানিয়ে দেয়—অন্ধকার যত দীর্ঘই হোক, আলো আবার ফিরে আসবেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com