প্রবাসী বাংলাদেশি শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (Commercially Important Person–CIP) ২০২৫ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করেছেন। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কর্মসংস্থান গড়ে তোলায় তাঁর দীর্ঘদিনের অবদান এই সম্মাননার ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।
প্রবাসে অবস্থান করেও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ করে শিক্ষা খাতে বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা এবং তরুণ উদ্যোক্তা গঠনে তাঁর উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই সম্মাননা লাকসাম–মনোহরগঞ্জ অঞ্চলের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, এই প্রথমবারের মতো এই অঞ্চল থেকে কোনো প্রবাসী বাংলাদেশি (NRB) সিআইপি হিসেবে মনোনীত হলেন মোহাম্মদ জসিম উদ্দিন। ফলে তাঁর এই অর্জন পুরো এলাকার জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সরকার আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে তিনি খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাতারে প্রতিষ্ঠিত দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং কৌশলগত উন্নয়ন উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসনীয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, মোহাম্মদ জসিম উদ্দিনের এই রাষ্ট্রীয় স্বীকৃতি তরুণ প্রজন্মের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে—দূরদর্শিতা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে গেলে ব্যক্তিগত সাফল্যই নয়, সমাজ ও দেশের কল্যাণেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com