পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে পৌর আওয়ামীলীগ নেতাসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিীক টিপু(৪৮)কে শুক্রবার(১৯ডিসেম্বর) বিকেলে চৌমুহনী শহরের পুর্ববাজার এলাকা থেকে গ্রেফতার কররেছে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে এছাড়াও গত ৪৮ ঘন্টায় বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আরো ১০ জন আসামিসহ মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়,গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং পুলিশ আইন ৩৪ ধারায় ১ জন রয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ.বারি জানান, গত ৪৮ ঘণ্টায় আমরা পৌর আওয়ামীলীগ নেতাসহ আওয়ামী লীগের সক্রিয় তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছি। এছাড়াও বিভিন্ন মামলায় আরো আটজন সহ মোট ১১জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com