ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে নরসিংদীর ভেলানগর জেলা খানা মোড়ের তাহমিদ চত্বরে আজ বিকেলে সর্বদলীয় ছাত্র ঐক্যজোটের উদ্যোগে বকেড কর্মসূচি পালন করা হয়। এ সময় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলা এই বকেড কর্মসূচির কারণে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। তারা আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনা করে উসমান হাদী হত্যাকান্ডের সুষ্ট তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হয়ে ছাত্র-জনতা বøকেড কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর সন্ধায় পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com