মানিকগঞ্জ-১ আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনের রাজনীতিতে যে নামটি সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে, তিনি হলেন প্রয়াত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। দলের দুঃসময়ে যিনি আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে বিএনপিকে সংগঠিত রেখেছিলেন। আজ সেই নেতার স্মৃতিকে ধারণ করেই তার সন্তানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানিকগঞ্জ-১ আসনের জনগণ গণঅবস্থান ও অনশন কর্মসূচিতে নেমেছেন।
এই কর্মসূচি শুধু একটি ব্যক্তি বা পরিবারের প্রতি আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং এটি একটি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন, খন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও গ্রহণযোগ্যতার উত্তরাধিকার তার পরিবারই বহন করতে সক্ষম। বিশেষ করে তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকায় জনগণের সাথে রয়েছে সরাসরি সম্পৃক্ততা।
গণঅবস্থান ও অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অতীতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া প্রার্থীর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করলে ভবিষ্যতেও একই পরিণতি হতে পারে। তাই এবার তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—মানিকগঞ্জ-১ আসনে তারা এমন একজন প্রার্থী চান, যিনি দলের ইতিহাস জানেন, জনগণের সুখ-দুঃখ বোঝেন এবং প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের আদর্শে অনুপ্রাণিত।
অনশনকারীদের মতে, এই দাবি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; এটি দলের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে। তারা আশা প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মাঠের এই বাস্তব চিত্র বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জ-১ আসনে এই গণআন্দোলন স্পষ্ট করে দিয়েছে যে তৃণমূল এখন আর উপেক্ষিত থাকতে চায় না। দল যদি সত্যিই গণতন্ত্র ও জনমতের কথা বলে, তবে এই ধরনের দাবিকে গুরুত্ব দেওয়া ছাড়া বিকল্প নেই।
সবশেষে বলা যায়, মানিকগঞ্জ-১ আসনের জনগণের এই গণঅবস্থান ও অনশন কর্মসূচি একটি বার্তা বহন করছে—নেতৃত্ব জনগণের কাছ থেকেই আসতে হবে। প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন-এর উত্তরাধিকারকে সামনে এনে জনগণ যে দাবি তুলেছে, তা এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com