বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কুয়েত এ নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সাহেব সভাপতি ছিলেন। এতে দূতাবাসের কর্মকতা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশী পত্রপত্রিকা ও টিভি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল সকালে কুয়েতস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অতঃপর মওলানা আবুল কালাম আজাদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে ব্রি: জে: জনাব রাকিবুল করিম চৌধুরী, জনাব এস এম সাইফুর রহমান ও জনাব মো: আতিকুল মামুন।
মান্যবর রাষ্ট্রদূত সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের কুয়েতের আইন-কানুন মেনে চলতে বলেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।
পরিশেষে একাত্তরে সকল শহীদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রবাসী বাংলাদেশী তথা বাংলাদেশের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com