ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ‘মহান বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের কাউতলীস্থ ব্যারিস্টার শামসুদ্দিন ভূইয়ার চেম্বারে জাতীয় সাংবাদিক সংস্থা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার শামসুদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি লায়ন সাংবাদিক এম এ মুসা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামসুদ্দিন ভূঁইয়া বলেন, "৫৪ বছরের এই পথচলায় বিজয়ের প্রকৃত চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণেই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সাহসী ও আপসহীন ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনিসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক জোটের এডভোকেট জাহাঙ্গীর আলম। সভার প্রধান আকর্ষণ ছিলেন জেলা ইউনেস্কো ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির ফারুক এবং প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বক্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিদ্যুৎ ঠিকাদার কমিটির সাধারণ সম্পাদক মুফতি গোলাম রাব্বানী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম এবং বিশ্ব মানবাধিকার সংস্থা সরাইল শাখার আহ্বায়ক জনাব কাজী আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভায় জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com