গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ প্রশাসন কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। পীরগঞ্জ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নিরবতা পালন করা সহ মুক্তিযুদ্ধে সকলশহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ৯টায় পীরগঞ্জ মিনি
স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন, পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল হাই সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, জামায়াত ইসলামের সাবেক আমির বাবলুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে গত ১৫ ডিসেম্বর পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ে শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে প্রশাসন পুরস্কার বিতরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com