
দেশ্যম বলেন, ‘কোন ইভেন্ট যেখানে অনুষ্ঠিত হবে সেখানে খেলতে যাবার আনন্দই আলাদা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’
আগামী বছর মার্চে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে বোস্টনে মাঠে নামবে ফ্রান্স। এরপর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে।
সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালিস্ট ফ্রান্স তার চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করেছিল।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে আই-গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যকার প্লে—অফ বিজয়ী দল।
মে মাসের মাঝামাঝিতে দেশ্যম তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা করবেন। টুর্নামেন্টের পর তিনি পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে ইতোমধ্যেই জিনেদিন জিদানের নাম ফেবারিটের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com