
প্রবাসী সিআইপিতে আবারও শীর্ষে আরব আমিরাত
নতুন তালিকায় ৮৬ জনের মধ্যে ৪১ জনই ইউএই প্রবাসী
প্রবাসী সিআইপি (এনআরবি সিআইপি) তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৮৬ জন প্রবাসী সিআইপির মধ্যে ৪১ জনই ইউএই প্রবাসী, যা দেশের অর্থনীতিতে আমিরাত প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচন করেছে।
নির্বাচিতদের মধ্যে ইউএই থেকে ৪০ জন সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে এবং একজন বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন।
সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে নির্বাচিতদের অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। এ ছাড়া কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ঢাকা, মৌলভীবাজার, সিলেট, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীরা রয়েছেন তালিকায়।
বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com