1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মানবিক সৎ ও সাহসী আনসার মাহবুবুর রহমান  বগুড়া-২ (শিবগঞ্জ): বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য গণদোয়া মাহফিল মৌলভীবাজারে ‘চেয়ার কারিগর’ পরিচয়ে সালেহ আহমদ (স’লিপক): পেশার মর্যাদা নাকি সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি? শহীদ বুদ্ধিজীবী  দিবসে মিরপুরে শ্রদ্ধা ও রাজনীতির বাস্তবতা আনুষ্ঠানিক ঐক্য বনাম আদর্শের সংকট পীরগঞ্জে  হানিফ ও আনিতা কোচের মর্মান্তিক দুর্ঘটনা  গাইবান্ধায় রিক্সা-ভ্যান ও অটো শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বড়দের পথেই ছোটরা, হাত মেলালেন না ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা নবীনগরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

সুদানে ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার এক বিবৃতিতে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, শনিবার আফ্রিকার সুদানের আবেই এলাকায় স্থানীয় সময় বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে ৬ জন শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আমি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সৈন্যদের আত্মত্যাগে আমরা বীরের জাতি হিসেবে গর্বিত।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে ঝুঁকিপূর্ণ  দায়িত্ব পালন করে চলেছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, সিরেরালিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে তারা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে। তাদের সাহস, ধৈর্য ও বীরত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় করেছে। প্রকৃত অর্থেই, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সেনাবাহিনী’ এখন একটি ব্র্যান্ড নেম।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

জামায়াত আমির নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি বিশ্বশান্তি মিশনে নিয়োজিত সৈন্যদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসংঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বানও জানান জামায়াত আমির।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট