
একটি সূত্রে জানা গেছে, কলকাতায় পৌঁছে হোটেলেই মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। সেখানে আব্রাম ছবি তোলে ফুটবল তারকার সঙ্গে। পরে মেসি ও শাহরুখ একসঙ্গে ফ্রেমবন্দিও হন। তবে যুবভারতীতে যাওয়ার আর সুযোগ হয়নি বাদশার।
প্রায় প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকেন শাহরুখ খান। এ বছর সেখানে তার অনুপস্থিতি অনুরাগীদের খানিকটা হতাশ করেছিল। তবে মেসির কলকাতা সফর ঘিরে ভক্তদের আশা ছিল, অন্তত যুবভারতীতে এক ফ্রেমে দেখা যাবে বিশ্বফুটবল তারকা ও বলিউড বাদশাকে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।
কেন মাঠে গেলেন না শাহরুখ? জানা গেছে, মেসিকে দেখতে ভোর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। মেসি মাঠে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে প্রায় ৭০-৮০ জন। গ্যালারি থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাকে। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মুহূর্তের মধ্যে মাঠজুড়ে তৈরি হয় বিশৃঙ্খলা।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com