
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিবিএমএল ও ডিইজি’র চতুর্থ অর্থায়ন চুক্তি সই হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজি’র এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (শিল্প ও সেবা) পারভেজ আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ডিইজি হলো জার্মান উন্নয়নমূলক অর্থায়ন সংস্থা এবং কেএফডব্লিউ গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান। সংস্থাটি উন্নয়নশীল ও উদীয়মান দেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন করে বেসরকারি খাতের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। ১৯৬২ সাল থেকে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি ঋণ, ইকুইটি এবং পরামর্শসেবা দিয়ে আসছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৯ মিলিয়ন ডলার, যার মধ্যে ডিইজি মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির জন্য ২৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। ডিইজি’র এই অর্থায়ন আংশিকভাবে ইউরোপীয় ইউনিয়নের ইএফএসডি+ (ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ফান্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্লাস) দ্বারা গ্যারান্টি যুক্ত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের ইএফএসডি+ গ্যারান্টি প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থা, যার আওতায় সর্বোচ্চ ৪০ বিলিয়ন ইউরো গ্যারান্টির মাধ্যমে অংশীদার দেশগুলোতে ১৩৫ বিলিয়ন ইউরোর টেকসই বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বিবিএমএলে প্রায় ৯ হাজার ৫০০ কর্মী কাজ করছেন এবং নতুন এই বিনিয়োগের ফলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অতিরিক্ত আরও ১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
ডিইজি’র চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য মনিকা বেক বলেন, ‘ডিইজি উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোর বেসরকারি খাতে টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। বহু বছর ধরে আমরা আমাদের অর্থায়ন সুবিধা ও বিজনেস সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রামের মাধ্যমে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের টেকসই প্রবৃদ্ধিকে সমর্থন করে আসছি। এই চুক্তি আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও দৃঢ় করবে এবং ধারাবাহিক সহযোগিতার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে।’
চুক্তি সই অনুষ্ঠানে জার্মান দূতাবাসের দেশটির উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপমান, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ইউরোপীয় ইউনিয়নের সার্কুলার ইকোনমি, প্রাইভেট সেক্টর ও পরিবেশ বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লম, ডিইজি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (বাংলাদেশ ও নেপাল) ফাহমিদা আহমেদ এবং ইনভেস্টমেন্ট ম্যানেজার ফাইয়াজ হোসেন, অ্যানালিস্ট শামস আরেফিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল বাংলাদেশের অন্যতম বহুমুখী ব্যবসায়িক গ্রুপ এবং দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও গৃহস্থালি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রুপটি ১৪৮টি দেশে নিয়মিত পণ্য রপ্তানি করছে এবং প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষ সরাসরি কাজ করায় এটি দেশের শীর্ষ কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com