আবেদনকৃত রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে নিবন্ধন প্রদান এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার জোটভুক্ত দলের নেতৃবৃন্দ।
শনিবার ১৩ তারিখ সকাল ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন আবেদনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সকল যোগ্য রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিউটন অধিকারী বলেন, “নির্বাচন কমিশন আমাদের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে। বারবার আবেদন করা সত্ত্বেও আমাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।”
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বিদ্যমান উচ্চ জামানতের শর্ত সাধারণ ও নতুন রাজনৈতিক দলগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই জামানত কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি।
মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com