মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পলও জব্দ, কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়া, নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতা এসএসসি (SSC) হওয়া সত্ত্বেও সিরিয়াল দিয়ে নিয়মিত রোগী দেখা, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করা এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে ও বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) সদর উপজেলার বোধল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তদারকি অভিযান পরিচালনা করে।
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, চলছে চিকিৎসা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১:০০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে বোধল বাজারের 'শিল্পী ফার্মেসী'-তে (মালিক: শ্রী মনিন্দ্র দেবনাথন) গিয়ে দেখা যায় গুরুতর অনিয়ম। ফার্মেসির মালিক শ্রী মনিন্দ্র দেবনাথন নিজে বসে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধের প্রেসক্রিপশন লিখছিলেন।
অভিযান পরিচালনাকারী দল তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখে যে, তিনি শুধুমাত্র এসএসসি পাস। পল্লী চিকিৎসক অথবা এমবিবিএস বা এ সংশ্লিষ্ট কোনো বৈধ সনদপত্র তার কাছে ছিল না। এভাবে সনদবিহীন ব্যক্তির সিরিয়াল দিয়ে রোগী দেখা এবং চিকিৎসাপত্র লেখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
জব্দ হলো মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভেতরে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অনিয়ম উদ্ঘাটন করা হয়। অভিযানে দেখা যায়, ফার্মেসিতে বিক্রির জন্য রাখা হয়েছে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। এছাড়াও, চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ন স্যাম্পলও প্রতিষ্ঠানটিতে পাওয়া যায়, যা অবৈধভাবে মজুত করা ছিল।
৪০ হাজার টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারি গুরুতর এই অপরাধগুলোর প্রেক্ষিতে শিল্পী ফার্মেসী-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে সহযোগিতা করে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (CAB) এর প্রতিনিধি দল।
সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এই ধরনের কার্যক্রম থেকে ভবিষ্যতে কঠোরভাবে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫
সূত্র: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com