জয়পুরহাট জেলার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আর নেই। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
মো. শাহিনের মৃত্যুর খবরে যুব অধিকার পরিষদসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একজন উদার, সৎ, পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিক হিসেবে তিনি সর্বজনপ্রিয় ছিলেন। তাঁর অকালে চলে যাওয়া সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পরিবারের প্রতি শোক জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “তিনি ছিলেন আমাদের প্রেরণা। তার কর্মনিষ্ঠা, মানুষকে ভালোবাসার মনোভাব, এবং সংগঠনের প্রতি নিবেদন—সবই আমাদের পথচলায় শক্তি জুগিয়েছে। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালাম।”
মৃত্যুকালে মো. শাহিন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জয়পুরহাট যুব অধিকার পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com