
মঙ্গলবার ইতালির ক্যাসেল গ্যান্ডোলফোতে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ট্রান্সঅ্যাটলান্টিক মিত্রজোটে ‘বড় ধরনের পরিবর্তন’ ডেকে আনতে পারে।
ইউরোপ সম্পর্কিত তার সাম্প্রতিক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পোপ।
তিনি আরও বলেন, এ সব মন্তব্য ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বহু বছরের ঘনিষ্ঠ মিত্রতার ভিত্তি দুর্বল করতে পারে।’
এর আগে, ওই দিন তিনি ক্যাসেল গ্যান্ডোলফোর কান্ট্রি রেসিডেন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিকদের পোপ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবটি তিনি পুরোপুরি পড়েননি। তবে তিনি যে অংশগুলো দেখেছেন, তা ‘প্রচলিত মিত্রজোটের কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে’ বলেও মন্তব্য করেন।
পোপ লিও আরও বলেন, ‘শান্তি আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়া অবাস্তব। ইউরোপে এই যুদ্ধ চলছে, তাই বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে, ইউরোপকে এই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে, সবাই বিষয়টি বুঝতে পারছেন না।’
প্রসঙ্গত, মঙ্গলবার পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপকে ‘দুর্বল’ ও ‘অবক্ষয়গ্রস্ত’ বলে মন্তব্য করেন ট্রাম্প। অভিবাসন সংকট ও ইউক্রেন ইস্যুতে ইউরোপের অবস্থান নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন। এর ফলে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে যে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে, কিয়েভকে রুশ বাহিনীর কাছে কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে।
জেলেনস্কির আমন্ত্রণে পোপ ইউক্রেন সফরে যেতে চান কি না, এমন প্রশ্নের জবাবে পোপ বলেন, ‘আমি আশা করি যাব। কিন্তু কবে সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।’
সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com