প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৭:০৪ পি.এম
নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ-প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে রাণীনগর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌসের বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও এখনো তার বদলি বা প্রশাসনিক কোনো ব্যবস্থা হয়নি।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় শাহানা ফেরদৌস তার ফেসবুকে পোস্ট করে লেখেন— “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে রাণীনগর উপজেলার সকল বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। কেন্দ্রের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।”তিনি ওই পোস্টের সঙ্গে আন্দোলনের পাঁচটি ছবি শেয়ার করেন। প্রায় চার ঘণ্টা পর পোস্টটি ডিলেট করলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, “তারা কর্মসূচির ডাক দিলেও আমি তাদের সাথে যোগাযোগ করলে আন্দোলন প্রত্যাহার করেন এবং শিক্ষকরা ক্লাসে ফিরে গিয়ে পরীক্ষা গ্রহণ করেন। উপজেলায় কোনো শাটডাউন হয়নি। কোনো শিক্ষক সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “ঘটনার তদন্ত চলছে। আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন সবাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত