প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৬:০০ পি.এম
গাইবান্ধায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ পালন করা হয়েছে।
এই উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একে এম হেদায়েতুল ইসলামে সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন । এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, ডাক্তার রেজোয়ান আহম্মেদ সহ বেসরকারি এনজিওর কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
শেষে বিভিন্ন ক্যাটাগরির জেলার ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী জয়িতাকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য মোছাঃ মমতাজ বেগম , একই উপজেলার আদমপুর গ্রামের সাবিনা সরেন শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, একই উপজেলার পাইকা গ্রামের সফল জননী নারীর জন্য মোছাঃ মজিদা বেগম, ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শ্রীমতি মনিকা রানী নির্যাতনের দুঃসপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ের জন্য এবং সব শেষ সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের আঙ্গুলি বেগম সমাজে অসামান্য অবদান রাখার জন্য সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত