মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আর এস ব্লাড ব্যাংক। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সাকিম আহমেদ জানান, রক্তদানকে জনপ্রিয় করা এবং মানবসেবার পরিধি আরও বড় করাই তাদের লক্ষ্য। রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
সংগঠনটির মূল লক্ষ্য—স্বেচ্ছায় রক্তদান, রোগীর প্রাণ বাঁচানো এবং সমাজে রক্তদানে সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি তারা একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ গ্রহণ করছে।
আর এস ব্লাড ব্যাংক-এর লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের ঘোষিত ১৬টি উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য—
স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে সচেতনতা বৃদ্ধি।
রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন।
দরিদ্র ও অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো।
ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ।
মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা।
বাল্যবিবাহ প্রতিরোধ।
কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
আর এস ব্লাড ব্যাংক-এর কার্যক্রম
২০২০ সালে প্রতিষ্ঠিত আর এস ব্লাড ব্যাংক চৌডালা, গোবিন্দপুর, চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত সফলভাবে কাজ করছে। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিম আহমেদ জানান, শুরু থেকেই তারা মানবসেবাকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে—
মেডিকেল ক্যাম্প: প্রতিবছর ফ্রি রক্তের গ্রুপিং ও চিকিৎসা সেবা। ইফতার মাহফিল: রমজান মাসে রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দোয়ার অনুষ্ঠান।আর্থিক অনুদান: অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসায় সাহায্য। রক্ত সরবরাহ: অপারেশন, এক্সিডেন্টসহ জরুরি চিকিৎসায় রোগীদের রক্ত সংগ্রহ করে প্রদান। সামাজিক কার্যক্রম: মানবিক ও জনকল্যাণমূলক নানা উদ্যোগ।
সদস্যবৃন্দ জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা পৌঁছে দিতে তারা কাজ করে যেতে চান। রক্তদানকে জনপ্রিয় করা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com