1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ  তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ইবিআর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন  কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা  আইনের চোখে সবাই সমান-আইন ও অধিকার ফাউন্ডেশন

নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কমপক্ষে ১৩ জন পেঁয়াজ চাষীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে ধারাবাহিক অপহরণের সর্বশেষ ঘটনাটি এটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজেরিয়ায়  অপহরণের  ঘটনা বেড়েই চলছে। দুই সপ্তাহ আগে ৩০০-র বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের ঘটনাটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিকে নাড়িয়ে দেয়।

অপহরণের ঘটনা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং  অতিরিক্ত কয়েক হাজার পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছেন।

কন্ডুগার স্থানীয় সরকারের চেয়ারম্যান আব্বা আব্বারি এএফপিকে বলেন, স্থানীয় সময় মধ্যরাতের দিকে (২৩০০ জিএমটি) ‘অজ্ঞাত বন্দুকধারীরা মালারি গ্রামে হামলা চালায় এবং ১৪ জন পেঁয়াজচাষীকে অপহরণ করে।

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীদের একজন পরে পালিয়ে আসতে সক্ষম হন।’

কৃষকরা ফসলে পানি দেওয়া এবং গবাদিপশুর দেখভালের জন্য রাতভর মাঠে থাকা অবস্থায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।

বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে মাত্র ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে কন্ডুগার স্থানীয় সরকার এলাকা অবস্থিত।

২০০৯ সালে বোকো হারাম বিদ্রোহ শুরুর পর থেকেই বর্নো রাজ্য নাইজেরিয়ার দীর্ঘমেয়াদি জিহাদি সহিংসতার কেন্দ্রস্থল।

সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র ‘ডাকাত’ চক্রের মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণমূলক কর্মকাণ্ড নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বেশি দেখা গেলেও, সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলেও কয়েকটি ঘটনা ঘটেছে।

কন্ডুগায় জিহাদি-বিরোধী মিলিশিয়া গ্রুপ সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের প্রধান তিজানি আহমেদ বলেন, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ফোন করেছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট