শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মেয়ে ডা. শাফা শারারা রহমান দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে ডাক্তারি পেশার শুরু। আজ শুক্রবার শরীয়তপুর জেলার সখিপুর থানার কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এসময় অসহায় ও নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাপত্র পান। ডা. শাফা শারারা রহমানসহ চোখ, শিশু, মেডিসিন, গাইনি, অস্থি, চর্ম ও হৃদরোগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন।
ফ্রি-মেডিকেল ক্যাম্প কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা করেন। দিনব্যাপী উৎসব-মুখর পরিবেশে ক্যাম্পে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রান্তিক পর্যায়ে এমন স্বাস্থ্যসেবায় জনগণের আগ্রহ ও প্রয়োজনীয়তার স্পষ্ট প্রতিফলন।
চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ ফিরোজা বেগম বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের দুর্গম চরাঞ্চলের জন্য আশীর্বাদস্বরূপ। স্থানীয়ভাবে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ কেনার সামর্থ্য না থাকায় আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে অনেক দূরে। আমাদের সোনার কিরণের মেয়ে ডাক্তার হয়ে প্রথম আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার মাধ্যমে তার পেশা শুরু করায় আমরা গর্বিত।
ডা. শাফা শারারা রহমান বলেন, বাবা একজন রাজনীতিবিদ হিসেবে জনসেবা আমাকে সবসময় তাড়িত করত। তাই বাবার আদর্শকে ধারণ করে চিকিৎসক হয়ে বিনামূল্যে দুর্গম চরাঞ্চলের গরীব ও সুবিধা বঞ্চিত রোগীদের সেবা দিয়েই আমার পেশার শুরু করলাম। মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। আগামীতেও বঞ্চিত মানুষদের পাশে দাড়াব।
শফিকুর রহমান কিরণ বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। সে হিসেবে মানুষের বিপদ-আপদে তাদের পাশে দাঁড়ানোই রাজনীতিবিদ হিসেবে আমার অঙ্গীকার। আজকের এ চিকিৎসা ক্যাম্পের উদ্দেশ্য হলো স্বামর্থ্য অনুযায়ী বঞ্চিতদের পাশে দাড়ানো। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। মেয়েকে যখন ডাক্তারি পড়িয়েছি তখনই বলেছিলাম, অসহায় ও বঞ্চিত মানুষের সেবাই হবে তোমার মূল কাজ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, সে আজ বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে তার পেশাদারিত্ব শুরু করতে পেরেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com