শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও অস্বচ্ছল, মেধাবী শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গঠিত 'শিক্ষা শারথী' তহবিল থেকে এসব বিতরন করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি কেএম রাফসান রাব্বি, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমদের, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস,শিক্ষক কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে ২ শ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,১২ জন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার,৮ জন খামারির মাঝে দুধ দোহানোর মেশিন দেয়া হয়েছে।
এছাড়া ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ১ জনকে ব্যাটারিচালিত ভ্যান,১ জনকে বাচ্চসহ ছাগল, ১ জনকে দোকানের মালামাল দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com