পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু করা হয়েছে। পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদের উদ্যেগে আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে এ যাত্রী সেবা চালু করা হয়। পৌর শহর ও উপজেলার বিভিন্ন রুটে সাধারণ মানুষ বিনামূল্যে এ সেবা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজান,কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রিয়াজ, নওমালা আবদুর রশিদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাভেল, পৌর ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সাজিদ, রেদোয়ান, সাহেদ, সাফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কান্না জড়িত কন্ঠে ফাহাদ বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবা চলবে তিন দিনব্যাপী। বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com