টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে শিয়ালের আক্রমণে সুন্দরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ঘটনার আকস্মিকতায় পুরো গ্রামে নেমে আসে আতঙ্ক।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের মতো ভোরবেলা বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সুন্দরী বেগম। ঠিক সেই সময় একটি বন্য শিয়াল হঠাৎ করেই তার দিকে ছুটে এসে নির্বিচারে কামড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার। অসহায় অবস্থায় তিনি চিৎকার করে সাহায্য চাইলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গ্রামবাসী প্রাণীটিকে ধরে হত্যা করে।
গুরুতর আহত সুন্দরী বেগম বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কাজনক।
এলাকাবাসী জানান, সম্প্রতি কালিহাতীর বিভিন্ন গ্রামে শিয়ালের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কখনো রাত, কখনো দিনের বেলাও এসব বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বনবিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনাটি পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com