1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত বাংলাফ্যাক্টের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বিকৃত করে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা নেই’- এমন মন্তব্য করেছেন দাবি করে ‘বিবিসি নিউজ বাংলা’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি। ‘বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শীর্ষক মূল ফটোকার্ডটিকে বিকৃত করে এই ভুয়া সংস্করণ বানানো হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম এবং দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে কেন্দ্র করে গুজব, ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার, ‘চব্বিশের আন্দোলন’ এবং এতে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে প্রমাণও মিলেছে বলে জানায় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য ঠেকাতে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট