
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব-৫, সিপিসি-১ এর বিশেষ অভিযানে ১.৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটে দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার–সোনামসজিদগামী পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। এর ধারাবাহিকতায় নিয়মিত টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—এক ব্যক্তি ওই রাস্তায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাব-৫ এর আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে নলডুবরি এলাকার আবু সায়ীদের ছেলে মোঃ ইমন (২০) কে আটক করে। তার হাতে থাকা কাপড়ের বাজারের ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১.৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমন ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।