
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং র্যাব-৯ এর যৌথ অভিযানে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পাইপগান উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ: গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে একটি কাশফুল বনের ঝোপের ভেতর থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
উদ্ধারকৃত পাইপগানটি পরবর্তীতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।