দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮ টায় আজাদমোড় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পৌর কৃষক দলের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং আগের মতো রাজনৈতিক নেতৃত্বে ফিরতে পারেন,এ কামনায় মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কৃষকদলের আহ্বায়ক রনি মিয়া, শ্রমিক দলের আহ্বায়ক সবুজ মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান, মাসুদ রানা সহ ওয়ার্ড নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com