কুয়েতে গত ২৯ শে নভেম্বর ২০২৫ প্রবাসী ভোটাধিকার পরিষদ এর উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবরে বাংলাদেশের পাসপোর্টধারী ও রেমিট্যান্স প্রেরণকারী শতভাগ প্রবাসীদের ভোটার নিবন্ধন পূর্বক আসন্ন জাতীয় নির্বাচনে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপসের মাধ্যমেই ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী ভোটাধিকার পরিষদ, কুয়েত এর আহবায়ক আ ক ম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে যুগ্ন আহবায়ক আরিফ হোসেনের উপস্থাপনায় বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শতভাগ প্রবাসীদের নিবন্ধন নিশ্চিতকরণের দাবিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উক্ত পরিষদের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী।
দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সহ-সভাপতি এবং দৈনিক ভোরের আওয়াজ পত্রিকা'র কুয়েত প্রতিনিধি সাংবাদিক আমির হোসাইন মজুমদার, একচেঞ্জ কর্মকর্তা আরিফ হোসেন ও মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল ইসলাম, সাংবাদিক আবু নাসের, মিজানুর রহমান, বিশিষ্ট সংগঠক শাহ করিম, নূর মোহাম্মদ প্রমূখ।
ভোটাধিকার বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী দেড় কোটি প্রবাসীদের নাগরিক ও সাংবিধানিক অধিকার। প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি এবং বাংলাদেশের বিপদের দিনে রেমিট্যান্স এর মাধ্যমে বাংলাদেশের পাশে থাকায় অন্তর্বর্তীকালীন কালীন সরকার ও নির্বাচন কমিশন প্রবাসীদের পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোটাধিকার বাস্তবায়নের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন। এইজন্য আন্তরিক ধন্যবাদ নির্বাচন কমিশন প্রশাসনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
প্রবাসীদের ভোটাধিকার, দীর্ঘদিনের দাবি। শতভাগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে বিশ্বের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে মানববন্ধন, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি পালনের আহবান করা হয় ভোটাধিকার পরিষদ কুয়েতের পক্ষ থেকে।
পরিষদের নেতৃবৃন্দের ঘোষণা, সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের এনআইডি এবং পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন ও ভোটগ্রহণ নিশ্চিতকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে।
বিশ্বের সকল প্রবাসীদের একই দাবি" পাসপোর্ট দিয়ে প্রবাসে এসে পাসপোর্ট এর বদৌলতে রেমিট্যান্স প্রেরণ করতে পারলে, কেন? প্রবাসীরা পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবে না। সকল প্রবাসীদের ২০০৯ সালের পূর্বের মতোই "পাসপোর্ট অথবা এনআইডি" বাধ্যতামূলক করে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও প্রবাসীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট, কারণ প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" লেখা, একটি অনৈতিক চর্চা প্রতিীয়মান হবে।
উক্ত আলোচনা সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com