বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বোদায় পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে পাথরাজ সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাফফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, ছাত্রদলের পাথরাজ কলেজ শাখার সভাপতি আল মুরসালিন বিল্লা তাওহীদ, সাধারণ সম্পাদক আতিক হাসান সহ ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী। দেশের সংকটময় সময়ে জাতীর মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
দোয়া মাহফিল শেষে কলেজের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com