প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:২৩ পি.এম
কবিতা / জন্মদিনে একাকী / ইকবাল খান
জন্মদিনে একাকী
আজ আমার জন্মদিন, অথচ ঘরটা অদ্ভুত নিস্তব্ধ।
দরজার ফাঁক দিয়ে আসা আলোও আজ যেন ক্লান্ত।
টেবিলে রাখা কেকের পাশে ধুলো জমে আছে,
অনেকক্ষণ তাকিয়ে থেকেও মোম জ্বালালাম না।
আমি বুঝলাম—
উৎসব আসলে মানুষের ভিড় নয়,
কখনও তা শুধু নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি দাঁড়ানো।
আজ ঠিক তেমনই একটি সন্ধ্যা।
হঠাৎ মনে হলো সময় আমাকে অদৃশ্য একটা আয়নার সামনে দাঁড় করিয়েছে—
যেখানে বয়স, স্মৃতি আর অনুশোচনা একই আলোয় জ্বলে ওঠে।
আমি নিজের চোখে নিজেরই ভাঙা গল্প দেখি।
কিন্তু তবু, এই একাকী জন্মদিনে
একটা ক্ষুদ্র আলো ধীরে ধীরে জেগে উঠল—
যেন নিজেকে আবার নতুন করে জন্ম দেওয়ার আবেদন,
যেন নিঃসঙ্গতার মধ্যেও বেঁচে থাকার একটি নরম প্রতিশ্রুতি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত