
মা
মা আমার পৃথিবী, মা আমার সুখ।
মায়ের কথা শুনলে, ঠান্ডা হয় বুক।
মা আমার বেহেশত, মা আমার পুণ্য।
মায়ের উদরে জন্মে, জীবন আমার ধন্য।
মা আমার আকাশ, চাঁদের আলোয় ভরা।
মায়ের কারণে দুনিয়ায়, নয়তো থাকতাম মরা।
মা আমার অক্সিজেন, প্রতিমুহূর্তে প্রয়োজন।
মা ছাড়া ছাই হয়ে যায়, দুনিয়ার সব আয়োজন।
মা আমার জন্মদায়িনী, দুনিয়া দেখার কারণ।
মায়ের মনে কষ্ট দেয়া, সব ধর্মে ই বারণ।
মা আমার জলের মতো, না থাকলে বাঁচা দায়।
মা থাকলে সুখেই থাকি, না থাকলে হায় হায়!
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com