চাঁদাবাজির ঘটনায় বিএনপি কর্মী আনোয়ার হোসেনকে হত্যার ঘটনায় র্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত যুবদল কর্মী মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোররাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকাল ৭টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি দোকানে মো. ইউসুফ আলী এবং তার সহযোগীরা এসে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের অভিযোগ, ইউসুফ আলী এবং তার সঙ্গীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এই টাকা আনোয়ার হোসেনের শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে ঋণ নেওয়ার পরেই চাঁদাবাজরা টাকা দাবি করে।
এ বিষয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু জানান, ঘটনার পরপরই র্যাব অভিযান শুরু করে এবং অভিযুক্ত যুবদল কর্মী ইউসুফ আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত ইউসুফ আলী ঘটনার পর থেকেই পলাতক ছিলেন, তবে র্যাবের দ্রুত অভিযান তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সাথী জানিয়েছেন, তার স্বামী হত্যার আগের দিন থেকেই চাঁদাবাজরা তাদের দোকানে এসে হুমকি দিয়ে যাচ্ছিল।
ফারজানা আক্তার বলেন, “আমরা নিরীহ মানুষ। মাত্র ২ লাখ টাকা ঋণ নিয়েছিলাম, তাতে কী এমন অপরাধ করেছিলাম যে স্বামীকে জীবন দিতে হলো?”
এ হত্যাকাণ্ডের পর এলাকাবাসী ও রাজনৈতিক নেতারা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মঙ্গলবার রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব ও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হত্যার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com