সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার থেকে ২,৯৩৭ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, তিনি বন্দীদের সাজার অংশ হিসেবে আরোপিত সমস্ত আর্থিক জরিমানা পরিশোধের দায়িত্বও গ্রহণ করেছেন, যা মহামান্য রাষ্ট্রপতির মানবিকতা ও মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
আমিরাতের ৫৪তম জাতীয় দিবস ‘ঈদ আল ইতিহাদ’ উদযাপনকে সামনে রেখে ঘোষিত এই পদক্ষেপ মুক্তিপ্রাপ্ত বন্দীদের নতুন করে জীবন শুরু করার সুযোগ করে দেবে এবং তাঁদেরপরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়াকে সহজতর করবে।
এ ছাড়া জাতীয় দিবস উপলক্ষে ১ ও ২ ডিসেম্বর দেশজুড়ে পাবলিক ও প্রাইভেট সেক্টরে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক দুই দিনের নিয়মিত ছুটির সাথে মিলিয়ে কর্মকর্তারা মোট চার দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com