গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে , জেলা প্রশাসন চুয়াডাঙ্গার নির্দেশনায় ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে , জেলার দামুড়হুদা এলাকায় ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স রাইসা ব্রিকস, মেসার্স বর্ষা ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকস নামের ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কিলন, চিমনি ও সমুদয় কাচা ইট পুরোপুরি ধ্বংস করা হয় । উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সরকারি পরিচালক নরেশ বিশ্বাস । মোঃ নাঈম হোসেন সহ জেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমান আদালতের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে র্যাব- ১২, চুয়াডাঙ্গা জেলা পুলিশ , আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন । অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com