পটুয়াখালীর বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরীর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম। সোমবার ২৪ শে নভেম্বর ২০২৫ দুপুর সারে ১২ টায় বাউফল পাবলিক মাঠের পূর্ব পাশে এই নবনির্মিত ভবনে শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই নতুন পাবলিক লাইব্রেরী বিকাল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এছাড়াও কমিটি গঠনের মাধ্যমে লাইব্রেরীর কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন কিছুদিন পরে নতুন ফার্নিচার সেলফ এবং নতুন বই লাইব্রেরীতে দেয়ার ব্যবস্থা করা হবে। যাতে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ বই পড়তে। পারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম।এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো: আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজর শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী আবু জাফর, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বাউফল উপজেলার সভাপতি মোঃ লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ পলাশ প্রমূখ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: অহিদুজ্জামান ডিউক, এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com