নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নয়টি অবৈধ ইটভাটায় কার্যক্রম পরিচালা নিয়ে দৈনিক সংবাদ পত্রিকাসহ আরোও বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ১৯ নভেম্বর ' অবৈধ ইটভাটার রাজ্য সুবর্ণচর, নিশ্চুপ প্রশাসন' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসনের দপ্তর গুলো।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্ল্যাহ গ্রামে একেবি ব্রিকফ্রিল্ডে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এর নেতৃত্বে এ সময় চর জুবলি ইউনিয়নের চর পানাউল্যাহ নামক স্থানে নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে আকবর (কবির) ব্রিক্স (একেবি) ব্রিক্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারা মোতাবেক এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে উক্ত অবৈধ ইটভাটা এস্কেভেটরের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রশাসন সুবর্ণর, জেলা পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী, বাংলাদেশ সেনাবাহিনী, চর জব্বর থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস সুবর্ণচর। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com