সাহসের জয়
সাহসেই কেটে যায় রাত,
ভোরে জাগে নতুন প্রভাত।
পথে যদি ঝড়ও উঠে,
মনটা থাকে দৃঢ়-মূর্তে।
ভয় তো আসে যায় আবার,
দৃঢ় জনে থাকে না ভার।
হাল না ছাড়া মানুষ জয়,
সাহস থাকলে পথও কয়।
সপ্ন জাগে বুকের মাঝে,
চলবো দূর—শক্তি কাজে।
সাহস যদি থাকে সাথ,
জয় নিশ্চিত প্রতিটি রাত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com