প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১২:২৭ পি.এম
সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ শুক্রবার ২১ (নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমটির আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলি। প্রধান অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সমন্বয়ক মো. আসির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন।
গোলটেবিল বৈঠকে গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থা গঠনে অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত