
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন মুশফিক। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। শততম টেস্টে সেঞ্চুরিতে এটি ১২তম ঘটনা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।
মুশফিক ও পন্টিং ছাড়াও ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের কলিন ক্রাউড্রে-অ্যালেক স্টুয়ার্ট ও জো রুট, পাকিস্তানের জাভেদ মিয়াদাঁদ ও ইনজামাম-উল হক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ।
প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন ক্রাউড্রে। ১৯৬৮ সালে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।
শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটাররা :
কলিন ক্রাউড্রে (ইংল্যান্ড)- ১০৪, বিপক্ষ- অস্ট্রেলিয়া, ভেন্যু- বার্মিংহাম, তারিখ- ১১ জুলাই ১৯৬৮
জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান)- ১৪৫, বিপক্ষ- ভারত, ভেন্যু- লাহোর, তারিখ- ১ ডিসেম্বর ১৯৮৯
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)- ১৪৯, বিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- সেন্ট জোন্স, তারিখ- ১২ এপ্রিল ১৯৯০
অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)- ১০৫, বিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- ম্যানচেষ্টার, তারিখ- ৩ আগস্ট ২০০০
ইনজামাম-উল হক (পাকিস্তান)- ১৮৪, বিপক্ষ- ভারত, ভেন্যু- ব্যাঙ্গালুরু, তারিখ- ২৪ মার্চ ২০০৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১২০, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, তারিখ- ২ জানুয়ারি ২০০৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৪৩*, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, তারিখ- ২ জানুয়ারি ২০০৬
গ্রায়াম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)- ১৩১, বিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- দ্য ওভাল, তারিখ- ১৯ জুলাই ২০১২
হামিশ আমলা (দক্ষিণ আফ্রিকা)- ১৩৪, বিপক্ষ- শ্রীলংকা, ভেন্যু- জোহানেসবার্গ, তারিখ- ১২ জানুয়ারি ২০১৭
জো রুট (ইংল্যান্ড)- ২১৮, বিপক্ষ- ভারত, ভেন্যু- চেন্নাই, তারিখ- ৫ ফেব্রুয়ারি ২০২১
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২০০, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- মেলবোর্ন, তারিখ- ২৬ ডিসেম্বর ২০২২
মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ১০৬, বিপক্ষ- আয়ারল্যান্ড, ভেন্যু- মিরপুর, তারিখ- ১৯ নভেম্বর ২০২৫
সূত্র ;অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com