নেপালের কাঠমুন্ডু থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে সুদূর মহেন্দ্রনগর গ্রাম থেকে উঠে আসা কাবাডি খেলোয়াড়ের নাম বিষ্ণু ভাট। দীর্ঘ ২১ বছর যাবৎ নেপালের কাবাডি তলে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেন এর পরে শুরু করেন প্রশিক্ষক হিসেবে নেপাল জাতীয় দলের। বর্তমান নেপাল দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। তার ঘরে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। প্রশিক্ষক হিসাবে১৯৯৩ সালে প্রথম ভারতে কাবাডি টিমের সাথে যান এরপর পরপর দুইবার আসেন পুরুষ দলের প্রধান প্রশিক্ষক হিসাবে বাংলাদেশে আসেন এবং পুরুষ দল আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশের কাছে হেরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ মহিলা কাবাডি প্রতিযোগিতায় ২০২৫ সালে নেপাল কাবাডি দল অংশগ্রহণ করে। ১১ টি দল অংশগ্রহণ করে এ দলে অংশগ্রহণ করে ইন্ডিয়া উগান্ডা থাইল্যান্ড জার্মান বাংলাদেশ বি গ্রুপে অংশগ্রহণ করেন বি গ্রুপে ছিল ইরান নেপাল চাইনিজ তাইপে পোল্যান্ড কেনিয়া জিনজিবার এবার ওয়ার্ল্ড কাপে কাবাডিতে তাদের আশা ফাইনালে খেলা। মহিলা টিমের প্রশিক্ষকের দায়িত্ব পালন কালে তার দল ২০২৩ সালে এশিয়ান গেমসে তৃতীয় স্থান অধিকার করে. ২০২৫ সালে ইরানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে নেপাল মহিলা কাবাডি দল তৃতীয় স্থান অধিকার করে। বাংলাদেশে পরপর তিনবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি বলেন যেন এটা আমার দ্বিতীয় বাড়ি। তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে আসবে বেড়াতে। বাংলাদেশ কাবাডি দলের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে তিনি মনে করেন এই দলকে যদি নিয়মিত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কাবাডি খেলার মান আরো বাড়বে। বাংলাদেশ মহিলা দলের কাবাডি খেলা দেখে তিনি বলেন এ দলকে আরো উন্নতি করতে হবে তাহলে এরা অনেক ভালো করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com