লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে।
আজ মঙ্গলবার সকালে ১৫ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির বিশেষ টহলদল সোমবার রাতে পশ্চিম রামখান, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করলে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com