পটুয়াখালীর গলাচিপায় বাড়ির প্রবেশপথ বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এক পরিবার। নারী ও শিশুসহ পরিবারের সদস্যদের প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে বাঁশের মই বেয়ে বাড়িতে আসা-যাওয়া করতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের ফিডার রোড এলাকায় অবসর বোর্ডিংয়ের পিছনে।
অবরুদ্ধ পরিবারটি রাজমিস্ত্রী মো. রেজাউল সরদার (৩৫) ও তার স্ত্রী-সন্তানরা। প্রায় চার বছর আগে নজরুল ইসলাম গংয়ের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে আধাপাকা ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন রেজাউল। জমি ক্রয়ের সময় তাদের দেখিয়ে দেওয়া রাস্তা দিয়েই এতদিন তারা চলাচল করে আসছিলেন। পরবর্তীতে আশপাশের জমিতে ঘরবাড়ি নির্মাণ হয়।
একই দাগের পাশের জমির মালিক মফিদুল ইসলামও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। রেজাউল জানান, মফিদুল ইসলামের পরিবার যে পূর্ব পাশ দিয়ে যাতায়াত করতেন, তারাও একই পথ ব্যবহার করতেন। কিন্তু সম্প্রতি একই দাগের জমি নিয়ে কথাকাটাকাটির জেরে মফিদুল ইসলাম সেই চলার পথ বন্ধ করে দিয়ে সেখানে পাকা দেয়াল ও গেট নির্মাণ করেন। এতে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে রেজাউলের পরিবার।
পরিবারের চলাচলের উপায় না থাকায় বাধ্য হয়ে দেয়ালের দুই পাশে বাঁশের মই তৈরি করেন রেজাউল। প্রতিদিন এই মই বেয়ে বাড়িতে ঢোকা-বেড় হওয়ায় শিশুদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে পরিবারটি গত এক মাস ধরে বাড়ি ছেড়ে ভাড়াটে বাসায় যাওয়ার পরিকল্পনা করলেও বাস্তবে এখনও একই ঝুঁকিপূর্ণ পথেই যাতায়াত করতে হচ্ছে।
রেজাউল সরদার জানান, “আমি ৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেছি। যার মৌজা—রতনিদ, জেএল নং ১০৮, খতিয়ান ১২৭।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com