মেঘলা এখন জামালপুরে, নদীর ধারে হাওয়া
চোখের ভাঁজে রোদ পোড়ে না, লাগে নরম ছাওয়া
স্টেশনভরা ভোরের গন্ধ, থেমে থাকা ট্রেন
তারই ভেতর হেসে ওঠে, নতুন দিনের ঋণ
চেনা পথে আজ অচেনা, রঙিন ধানের ঢেউ
হঠাৎ মনে জাগে কত, হারানো কিছু নুরে
মেঘলা এখন জামালপুরে, পথটা পায় গান
দূর পাহাড়ের নীল চেয়ে, পাল্টায় হৃদয়ভান
চাঁদের পাশে কবরীপাতা, ঝরে নীরব ছোঁয়া
মেঘলার মন উড়ে যায়, ডানায় বাঁধা হাওয়া
জামালপুরের সন্ধ্যাতে, আলো মেখে ঘর
ফিরে এসে সে লিখে রাখে—দিনটা ছিল স্বর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com