ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ প্রসাধনী জব্দ করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানোর সময় এসব পণ্য জব্দ করা হয়।
এ ঘটনায় মোজাজিদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে আনায় এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৫৩ হাজার ৫০৮ পিস সালফেট ক্রিম, তিন হাজার ১২০ পিস ফেসওয়াশ, ৩২৪ পিস লোশন, দুই হাজার ৩০৪ পিস সফট ক্রিম।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com