কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শামীম আহমেদ নাসির নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত নাসির উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমেদের ছেলে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার মধ্যরাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মৃত মকবুলের আহমেদের ছেলে শামীম আহমেদ নাসিরের বসতঘরে তল্লাশী চালিয়ে একটি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ইউনিয়ন যুবলীগ নেতা নাসিরকে আটক করে যৌথবাহিনী। শনিবার সকালে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ উনকোট থেকে শুক্রবার রাতে নাসিরকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com